ইউক্রেনের হাতে আটক রাশিয়ার পক্ষে যুদ্ধ করা ২ চীনা নাগরিক
ইউক্রেন রাশিয়ার পক্ষে যুদ্ধ করা দুই চীনা নাগরিককে আটক করেছে। তারা চেংদে এলাকার দোনেৎস্ক অঞ্চলে আটক হন, ইউক্রেনীয় বাহিনীর হাতে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের দাবি, চীনা নাগরিকরা রুশ বাহিনীর হয়ে লড়াই করছে এবং তাদের সংখ্যা আরও অনেক বেশি।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ান বাহিনীর পক্ষে লড়াই করা দুই চীনা নাগরিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার তিনি জানিয়েছেন, গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ান সেনাবাহিনীতে চীনা সৈন্যের সংখ্যা অনেক বেশি।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, চীনা সৈন্যদের উপস্থিতি চীনের শান্তি প্রতিষ্ঠার ঘোষণা সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছে। এ কারণে তাদের রাষ্ট্রদূতকে ব্যাখ্যার জন্য তলব করা হয়েছে।
এই তিন বছরের যুদ্ধে প্রথমবারের মতো ইউক্রেন চীনকে রাশিয়ার সহযোগী হিসেবে উল্লেখ করেছে, তবে মস্কো বা বেইজিংয়ের পক্ষ থেকে এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় জানান, আটক দুই চীনা সৈন্যের পরিচয়পত্র এবং ব্যাংক কার্ড পাওয়া গেছে।
তিনি বলেন, ইউক্রেনের বাহিনী ছয়জন চীনা সৈন্যের সঙ্গে যুদ্ধ করে, যাদের মধ্যে দুজনকে বন্দি করা হয়।
একটি ভিডিওতে চীনা বন্দিদের একজনকে হাতকড়া পরা অবস্থায় এবং ম্যান্ডারিন ভাষায় কথা বলতে দেখা যায়।
জেলেনস্কি বলেছেন, “আমাদের কাছে তথ্য রয়েছে, রুশ বাহিনীর ইউনিটে আরও অনেক চীনা নাগরিক রয়েছে।”
তিনি আরও বলেন, “এই যুদ্ধে চীন এবং অন্যান্য দেশগুলি রাশিয়ার সাথে জড়িত, যা স্পষ্ট করে যে পুতিন যুদ্ধ বন্ধ না করে অন্য কিছু চান।”
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস চীনা নাগরিকদের আটক করার ঘটনায় “বিরক্তিকর” বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, চীন রাশিয়ার প্রধান সহায়ক এবং নেভিগেশন সরঞ্জাম, সেমিকন্ডাক্টর চিপসহ বিভিন্ন সামগ্রী রাশিয়াকে সরবরাহ করছে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta