যশোরে বাউবি এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃক পরিচালিত এসএসসি পরীক্ষা ২০২৫ আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে।
পরীক্ষাটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বাউবির যশোর আঞ্চলিক কেন্দ্রে মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এই সভার সভাপতিত্ব করেন বাউবির যশোর আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক শেখ সোহেল আহমেদ। সভায় আরও বক্তব্য রাখেন উপ-আঞ্চলিক পরিচালক মো. আবদুল হান্নান, লুৎফুন আরা পিনু, উপপরিচালক স্বরূপ সরকার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. সোলায়মান হোসেন, কেন্দ্রের সমন্বয়কারী স্বপন কুমার ঘোষ, মো. খায়রুল আনাম, মো. আমজাদ হোসেন, এসএম ফারুক আহমেদ, মো. নাসির উদ্দীন, একেএম আবদুল হাই, জগদীশ দাস, শ্যামল কুমার রায় এবং মো. সেলিম রেজা।
সভায় পরীক্ষার সময় কেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষা, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরীক্ষার্থীদের সহায়তা প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সময় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta