কাশিয়ানীতে চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড, দুই লাখ টাকার ক্ষতি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খলিসাখালি গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ডেভিড সুরঞ্জন বিশ্বাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চেয়ারম্যান দাবি করেছেন, এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
চেয়ারম্যান অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জেরে শত্রুপক্ষ পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন দিয়েছে। তবে এলাকাবাসীর মধ্যে কিছু বিভ্রান্তি রয়েছে। অনেকেই এটিকে 'সাজানো নাটক' বলে সন্দেহ করছেন এবং ধারণা করছেন, শত্রুপক্ষকে ফাঁসানোর জন্য এটি করা হয়ে থাকতে পারে।
চেয়ারম্যানের দাবি, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরের বাইরে শব্দ শুনে জানালা দিয়ে দেখেন, ১০-১৫ জন লোক তার বাড়ির স্টোর ঘরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসীর চিৎকারে তারা পালিয়ে যায়। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চেয়ারম্যান ডেভিড সুরঞ্জন বিশ্বাস জানিয়েছেন, প্রতিবেশী গোকুল বিশ্বাস (৩৫), গৌতম বিশ্বাস (৩২), এবং পার্শ্ববর্তী গ্রামের হাসু শেখ (৪০) এ ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধেই তিনি অভিযোগ তুলেছেন।
অন্যদিকে, গোকুল বিশ্বাসের স্ত্রী সম্পা রানী বিশ্বাস (৩১) এবং মা গীতা রানী বিশ্বাস (৬৫) দাবি করেছেন, “চেয়ারম্যানের কাছে আমাদের ৮০ হাজার টাকা, ৪০ মন ধান এবং তার মাছের ঘেরের পুকুরে থাকা আমাদের ২৪ শতক জমি পাওনা রয়েছে। তিনি তা জোরপূর্বক ভোগ করছেন। মঙ্গলবার আমাদের সীমানার গাছও কেটে দিয়েছেন। আমরা প্রতিবাদ করায়, হয়তো আমাদের দমনে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।”
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, চেয়ারম্যানের কাছে গোকুলের অর্থ ও জমি পাওনা রয়েছে—এটি এলাকাবাসীর জানা। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেউ কেউ এটিকে পূর্ব পরিকল্পিত বলে সন্দেহ করছেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, "ঘটনার তদন্ত চলছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta