ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিএনপির সংহতি র্যালি বৃহস্পতিবার
গাজা ও রাফায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শন করতে আগামীকাল বৃহস্পতিবার ‘প্রতিবাদ ও সংহতি র্যালি’ আয়োজিত হবে বিএনপির পক্ষ থেকে।
বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি কাকরাইল, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। একই দিন দেশব্যাপী অন্যান্য মহানগরীতেও এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর সকল নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta