গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টেকেনি, ইসরায়েলও পারবেনা: টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শিশু, নারী, বৃদ্ধসহ সকল মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। ছোট শিশুরা জানে না কিভাবে তার উপর বোমা আছড়ে পড়ছে। মুসলিম দেশসহ সারা বিশ্বের মানুষ এই বর্বর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে। গণহত্যা চালিয়ে কখনো কেউ ক্ষমতায় টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না। তাদের পতন অবধারিত। ইতিহাসও এই কথাই বলে। শুধু মুসলমান হিসেবে নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ও রক্তাক্ত হচ্ছে।
মঙ্গলবার টাঙ্গাইলে জেলা ছাত্রদল আয়োজিত ফিলিস্তিনের মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ ইসরায়েলের এই গণহত্যাকে কখনো সমর্থন করবে না। বিশ্বের প্রতিটি দেশে বিক্ষোভ চলছে, প্রতিবাদ হচ্ছে। যে শিশু মারা যাচ্ছে তার কী অপরাধ? সারা পৃথিবীজুড়ে মানুষ ইসরায়েলি পণ্য বর্জন করছে। আজকের সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীরাও ইসরায়েলি পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইরাক-ইরান যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা কোনো গণহত্যাকে সমর্থন করি না। এই গণহত্যাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং তীব্র নিন্দা জানাই। এই গণহত্যার বিচারের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, বিশ্ববাসীকে আরও সোচ্চার হতে হবে এই গণহত্যা বন্ধ করার জন্য।
তিনি আরও বলেন, কিছু মাস আগে দেশে একটি ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। তারা দেশে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। খুনি শেখ হাসিনা ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। প্রায় আটটি শিশু গুলি করে হত্যা করেছে। মায়ের কোলে শিশু, বাবার কোলে শিশু এবং হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা। তার সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
প্রকাশিত: | By Symul Kabir Pranta