হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মীর হেলাল
রাজধানীর ধানমন্ডি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কিশোর মো. শামীম হত্যার ঘটনায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে আদালত কারাগারে পাঠিয়েছে।
এটি ঘটেছে বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার শুনানির পর।
আদালতে তাকে পিবিআইয়ের উপপরিদর্শক শাহীন মিয়া কারাগারে আটক রাখার আবেদন করলে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী কারাগারে আটক রাখার পক্ষে অবস্থান নেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবি পুলিশ গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে গুলশান-২ থেকে মোরশেদ আলমকে গ্রেফতার করে।
মামলার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ধানমন্ডি ৩২ নম্বরের হোটেল চিলিসের সামনে আন্দোলনে অংশ নেন কিশোর মো. শামীম (১৩)। সেখানে আসামিরা গুলি চালায় এবং অগ্নিসংযোগ করে, যার ফলে শামীম দগ্ধ হয়ে ৬ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।
এ ঘটনায় ৩ অক্টোবর ভুক্তভোগীর মা জাহানারা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে এজাহারনামীয় আসামি করে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।
মোরশেদ আলম আরটিভির চেয়ারম্যান এবং তিনি ২০১৪ সালে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি আবারও নির্বাচিত হন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta