কাঠগড়ায় জ্যাকবের সাথে হাসিঠাট্টায় মজলেন শমী কায়সার
উত্তরা আজমপুরে টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে গ্রেপ্তার আদেশ দেন। আদালতে শুনানি চলাকালে শমী কায়সার সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সঙ্গে হাস্যরসের মাধ্যমে সময় কাটান।
মামলার তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র জুবায়ের হাসান ইউসুফ (২০) ওই আন্দোলনে অংশ নেন।
দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মিছিলটি উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় পৌঁছালে আসামিরা গুলি ছোঁড়ে, যা তার বাম কাঁধে লাগে।
এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হন। পরে ২২ আগস্ট তিনি উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন, যার মধ্যে ১১ জন আসামি এবং অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই মামলায় শমী কায়সার সন্দেহভাজন আসামি।
এর আগে, ৫ নভেম্বর রাতে উত্তরা থেকে পুলিশ শমী কায়সারকে গ্রেপ্তার করে, এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta