নির্বাচন এ বছরই অনুষ্ঠিত হবে : দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, ততবার জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে এসেছে, এবং এর পরিণাম হিসেবে বিএনপি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের চেয়ে বেশি চ্যালেঞ্জ গ্রহণ করেছে। নির্বাচন অবশ্যই এই বছরের মধ্যে হতে হবে, এটা আমরা প্রমাণ করেই ছাড়ব।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজিত ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এসএম মিজানুর রহমান।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, কিন্তু যদি তা নষ্ট করেন, তবে নির্বাচনের তারিখ দিন। আর তা না হলে, হাসিনার দিকে তাকান। আমরা প্রমাণ করব যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।
তিনি আরো বলেন, সরকার যদি বিশেষ কোনো কার্যক্রম বাস্তবায়ন না করে, তবে ভবিষ্যতে বাংলাদেশ হবে গণতন্ত্রের দেশ। অনেকেই মনে করছেন তারা ক্ষমতায় আসবেন, তাদের উদ্দেশ্যে বলি, সাহস থাকলে নির্বাচন করে ক্ষমতায় আসুন।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন, তারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করেছে, এমনটি দেখে আমি নিন্দা জানাই, যারা পালিয়ে যায় তাদের জন্য এটি লজ্জাজনক।
প্রকাশিত: | By Symul Kabir Pranta