গাজার পক্ষে হরতালের ডাক দিয়েছেন সারজিস আলম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে সবার প্রতি রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে তিনি সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের অনুরোধ জানিয়েছেন। রোববার (৬ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
সারজিস আলম লেখেন, ‘গাজার জন্য ৭ এপ্রিল বিশ্বব্যাপী হরতালের ডাক দেওয়া হয়েছে। নির্যাতিত গাজাবাসী ভাইবোনেরা এই হরতালের আহ্বান জানিয়েছেন। তারা অনুরোধ করেছেন যেন সেদিন সব দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস ও আদালত বন্ধ রেখে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। কিন্তু আমাদের দায়িত্ব শুধু বন্ধ পালনেই সীমাবদ্ধ থাকা উচিত নয়— দল-মত ভুলে সারা দেশের ছাত্র-জনতা একত্রিত হয়ে রাজপথে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।’
‘এই মুহূর্তে আমরা হয়তো গাজায় গিয়ে তাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে পারছি না, কিন্তু অন্তত আমাদের নিজ দেশের রাজপথে নেমে তাদের সংগ্রামে সংহতি প্রকাশ করতে পারি।’
সারজিস আরও লেখেন, ‘এই কর্মসূচি কোনো দলীয় ব্যানারে নয়— এনসিপি, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের হয়ে নয়— বরং একটি মাত্র পরিচয়, "বাংলাদেশ" ব্যানারে আমাদের রাজপথে নামতে হবে। গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আমাদের কণ্ঠ উচ্চারণ করতে হবে, স্লোগান তুলতে হবে খুনি নেতানিয়াহুর বিরুদ্ধে।’
জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ এই সংগঠক আরও বলেন, ‘দেশের প্রতিটি জেলায় ছাত্র-জনতার কয়েকজন প্রতিনিধি ঐক্যবদ্ধভাবে এই উদ্যোগ গ্রহণ করুক। ৭ এপ্রিল কোনো দলের হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ থেকে গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের লক্ষ্য। মার্চ ফর গাজা। বাংলাদেশ ফর গাজা।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta