বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল এখন আইনে পরিণত
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন। এতে করে সংসদে পাস হওয়া বিলটি এখন আইনে রূপ নিল। এর আগে, গত বুধবার (২ এপ্রিল) রাতে সরকার ও বিরোধী দলের দীর্ঘ বিতর্কের পর লোকসভায় ৫৬ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়।
বিলটির পক্ষে ভোট পড়ে ২৮৮টি এবং বিপক্ষে ছিল ২৩২টি। পরদিন বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভায় ১২৮-৯৫ ভোটে বিলটি পাস হয়। পরে তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় এবং শনিবার দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়।
ভারত সরকারের গেজেটে সংশোধিত আইন সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। সংশোধনের ফলে ‘ওয়াকফ’ শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে ‘ঐক্যবদ্ধ ওয়াকফ পরিচালনা, ক্ষমতায়ন, দক্ষতা এবং অগ্রগতি’। নতুন আইনে বলা হয়েছে, কোনো জমি ওয়াকফ হিসেবে বিবেচিত হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। এবার থেকে বোর্ডে অমুসলিম সদস্যরাও থাকতে পারবেন। কেন্দ্র ও রাজ্য সরকারও তদারকি করবে।
প্রসঙ্গত, লোকসভায় প্রায় ১৩ ঘণ্টা এবং রাজ্যসভায় ১২ ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার পর সংশোধনী বিলটি দুই কক্ষেই পাস হয় এবং শেষ পর্যন্ত আইনে পরিণত হয়। এই আইন মুসলিম সম্প্রদায়ের মসজিদ, মাদ্রাসা, দানকৃত জমি ও আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। বিরোধীদের দাবি, এই আইন সরকারকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে মুসলিম ধর্মীয় বিষয়গুলোতে হস্তক্ষেপের সুযোগ তৈরি করেছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta