ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বাতিল
ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনে হামলার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সকল পরীক্ষা এবং ক্লাস স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই ঘণ্টা দপ্তরি কার্যক্রম বন্ধ রাখবে।
এ তথ্য রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। একইসাথে, আগামীকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
এর আগে, রবিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪০টির বেশি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছেন। এই সংখ্যা আরো বাড়তে পারে। সকল বিবৃতিতেই একই প্রতিবাদ ভাষা ব্যবহার করা হয়েছে। ক্লাস বর্জনের পাশাপাশি সোমবার রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করবে শিক্ষার্থীরা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta