গাজায় সাংবাদিকদের ক্যাম্পে ইসরায়েলি হামলায় ২ জন নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতার তাণ্ডব অব্যাহত রয়েছে। রবিবার ভোরে গাজার খান ইউনিস শহরের নাসির হাসপাতালে সাংবাদিকদের জন্য তৈরি করা একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে দুই সাংবাদিক প্রাণ হারান এবং সাতজন আহত হন।
এ তথ্য সোমবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশ করেছে।
ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, নিহত সাংবাদিকরা হলেন- হেলমি আল-ফাকাওয়ি ও ইউসুফ আল-খাজান্দার। আহতদের মধ্যে আছেন- আহমদ মানসুর, হাসান এসলাইহ, আহমদ আল-আঘা, মোহাম্মদ ফায়েক, আবদাল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি এবং মাহমুদ আওয়াদ।
আল জাজিরা জানায়, খান ইউনিসের নাসির হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এ হামলায় কুদস নিউজ নেটওয়ার্কের সাংবাদিক হেলমি আল-ফাকাওয়ি ঘটনাস্থলেই নিহত হন।
অন্যদিকে, ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর গুরুতর আহত হন এবং তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম হামলার পর পুড়ে যাওয়া তাঁবুর ভেতর আহমেদ মনসুরের ছবি প্রকাশ করেছে।
উল্লেখযোগ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর ২০০ এর বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। সূত্র: আল-জাজিরা
প্রকাশিত: | By Symul Kabir Pranta