নবীগঞ্জে আব্দুল কাইয়ুম হত্যাকাণ্ডের মূল আসামি মোজাহিদ র্যাবের হাতে গ্রেফতার
নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে ঈদগাহে ঈদের জামাত নিয়ে মতবিরোধের জের ধরে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তির হত্যার ঘটনায় প্রধান আসামি কাজী মোজাহিদ (৩২) কে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকা থেকে র্যাব-৯ এর একটি দল গ্রেফতার করেছে। পরবর্তীতে তাকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধৃত মোজাহিদ ওই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার অধিকাংশ লোক প্রতি বছর সৈয়দ আলী ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। তবে সম্প্রতি ঈদগাহের জায়গা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যে ঈদগাহে জামাত পড়া নিয়ে মতবিরোধ তৈরি হয়।
২৯ মার্চ শুক্রবার রাতে তারাবির নামাজের পর ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে আলোচনা করতে মুরুব্বিয়ানরা সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদে জড়ো হন। আলোচনা শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের সামনে কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করে, যার ফলে কাইয়ুম গুরুতর আহত হন। আহত কাইয়ুমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর মোজাহিদ পালিয়ে যায়। এ বিষয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের হয় এবং পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ০৬ এপ্রিল ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার ০৫নং হোসেনপুর ইউনিয়নের মধ্যপাড়া চেঙ্গামুড়া এলাকায় অভিযান চালিয়ে মোজাহিদকে গ্রেফতার করে।
র্যাব-৯ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে,এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামি মোজাহিদকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta