গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহত আরো ৫০ জন ফিলিস্তিনি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে, যার ফলে একদিনে নিহতের সংখ্যা আরও বেড়ে গেছে।
এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছেছে। এই তথ্য সোমবার (৭ এপ্রিল) প্রকাশিত হয়েছে আল জাজিরা সংবাদমাধ্যমে।
সংবাদমাধ্যমটি জানাচ্ছে, দেইর আল-বালাহের পাঁচটি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে বলার পর, ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। এই হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।
এটি ইসরায়েলি বোমাবর্ষণের একদিন পর নতুন হামলা। রবিবার গাজায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়।
অন্য একটি প্রতিবেদনে, বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা শহরের পূর্বে আল-নাখিল স্ট্রিটে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে আট শিশু সহ ১০ জন নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন, এমনটি এক মেডিকেল সূত্র জানিয়েছে।
তারা আরও জানাচ্ছে, দেইর আল-বালাহের কেন্দ্রীয় শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আরেকটি সূত্র জানাচ্ছে, গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় বিমান হামলায় তিনজন মারা গেছেন।
গাজা শহরের জেইতুন পাড়ার আইন জালুত স্কুলের কাছে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় আরও দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় কামানের গোলাবর্ষণে আরও চারজন নিহত হন।
কেন্দ্রীয় গাজার জাওয়াইদা এলাকায় একটি বাস্তুচ্যুত শিবিরে ড্রোন হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্য একটি সূত্র জানাচ্ছে, দক্ষিণ গাজা শহরের খান ইউনিসে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় আটজন নিহত হয়েছেন।
খান ইউনিসের কিজান রাসওয়ান এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আরও এক হামলায় একজন নিহত হয়েছেন।
এছাড়া খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গুলিবর্ষণে এক ফিলিস্তিনি শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খান ইউনিসের পূর্বে আবাসন আল-কাবিরায় কামানের গোলাবর্ষণে আরও একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়ন করার সময়ে গাজায় আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
সোর্স: আল-জাজিরা
প্রকাশিত: | By Symul Kabir Pranta