এশিয়ার শেয়ারবাজারে বড় পতন, কমেছে তেলের দাম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর আজ সোমবার এশিয়ায় শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছে। একই সঙ্গে কমেছে জ্বালানি তেলের দাম।
আজ সকালে জাপানের নিক্কি ২২৫ সূচক ৬ দশমিক ৩ শতাংশ পড়ে গেছে; হংকংয়ের হ্যাং সেং সূচক ৯ দশমিক ৮ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজারে নিবন্ধিত যুক্তরাজ্যের ব্যাংক এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের শেয়ারমূল্যও পতিত হয়েছে। তাইওয়ান এবং সিঙ্গাপুরে শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। তাইওয়ানে শেয়ারের দাম ১০ শতাংশের কাছাকাছি কমেছে এবং সিঙ্গাপুরে ৮ দশমিক ৫ শতাংশ পতন হয়েছে।
বিশ্ববাজারে তেলের দামেও পতন এসেছে। ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারের কাছাকাছি এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৩ ডলারে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট স্টক মার্কেটের ফিউচার সূচকও কিছুটা নিচে নেমেছে। আজ সেখানেও লেনদেন শুরু হলে সূচকগুলোর বড় দরপতন হতে পারে।
৯ এপ্রিল মধ্যরাত থেকে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হবে, যদিও মার্কিন জনগণ এর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে।
২ এপ্রিল থেকে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে ১০ শতাংশ বেজলাইন শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। একই সঙ্গে ৬০টি দেশ, যারা তার ভাষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে খারাপ আচরণ করেছে, তাদের ওপর পৃথকভাবে শুল্ক আরোপ করা হয়েছে; এ তালিকায় বাংলাদেশও রয়েছে। এসব দেশের শুল্কের অর্ধেক হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
প্রকাশিত: | By Symul Kabir Pranta