ইধিকা শাকিব খানের প্রতি মুগ্ধতা নিয়ে যা বললেন
ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে পরপর দু’টি বাংলাদেশি সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা পাচ্ছেন ওপার বাংলার খ্যাতনামা অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’র পর এই ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব-ইধিকা জুটির ‘বরবাদ’ ছবিটি দর্শক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ইধিকা। রবিবার এক ভিডিও বার্তায় শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও বাংলাদেশের সিনেমাপ্রেমীদের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
ইধিকা বিশ্বাস করেন, শাকিব যদি তাকে যোগ্য মনে না করতেন, তাহলে তার এই সাফল্য সম্ভব হত না। এজন্য তিনি শাকিব খানের প্রতি কৃতজ্ঞ। ইধিকা বলেন, ‘একজন তারকার সঙ্গে কাজ করার সুযোগ সবাই চায়। শুধু বাংলাদেশ বা কলকাতা নয়, সব ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীরা এটি চান। আমিও ভালো কোনো গল্পে কাজ করার জন্য উন্মুখ ছিলাম। শাকিবের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।’
শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইধিকা বলেন, ‘শাকিব খান যদি আমাকে ‘প্রিয়তমা’ ছবির অংশ হতে বিশ্বাস না করতেন বা সুযোগ না দিতেন, তাহলে আমি সেই ছবিতে কাজ করতে পারতাম না। আর সেই ছবিতে কাজ না করলে বাংলাদেশে আমাকে কেউ চিনত না, দর্শকরা আমাকে ভালোবাসত না। এরপর ‘বরবাদ’ ছবিতে কাজ করার সুযোগও পেতাম না। তাই এই ছবিতে কাজের সুযোগ দেওয়ার জন্য আমি শাকিব খানের কাছে চিরকাল কৃতজ্ঞ।’
শাকিব খানের কিছু গুণ সম্পর্কে ইধিকা তার মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শাকিবের মধ্যে এমন অনেক গুণ রয়েছে যা মানুষকে মুগ্ধ করতে পারে। আমার মনে হয়, শুধু মুগ্ধ নয়, এগুলো মানুষকে অনুপ্রাণিতও করতে পারে। আমি চেষ্টা করি, এসব গুণ থেকে কিছু শিখতে।’
শাকিব খান সম্পর্কে ইধিকা বলেন, ‘তিনি এত বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে আছেন, তবুও তার কাজের প্রতি নিবেদিত এবং আজও পরিশ্রমী; আর এজন্যই হয়তো তিনি এখনো শীর্ষে আছেন। এই বিষয়গুলো আমি তার কাছ থেকে শিখতে চেষ্টা করছি।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta