গাজা হামলায় ট্রাম্প প্রশাসন সরাসরি জড়িত: হামাস
গাজায় সাম্প্রতিক হামলার জন্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে। এক বিবৃতিতে হামাস এই হামলাকে ‘ফিলিস্তিনি জাতির নিশ্চিহ্নকরণ যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে।
হামাসের দাবি, ইসরায়েলি বাহিনী গাজা, রাফাহ, খান ইউনুস, দেইর আল-বালাহ ও গাজা সিটির তুফফাহ এলাকায় নৃশংস গণহত্যা চালিয়েছে। তারা বলেছে, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সহায়তার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই হামলা চালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে হামাস উল্লেখ করেছে, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের দ্বারা সংঘটিত এই ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পুরোপুরি দায়ী।’
হামাস ইউনিসেফের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা ফিলিস্তিনি শিশুদের হত্যাকাণ্ড বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেয়। পাশাপাশি, তারা আরব ও ইসলামিক দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করেছে, যেন তারা এই 'নির্মূল অভিযান' এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
সূত্র : মিডলইস্ট আই ও আল-জাজিরা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta