ওয়াকফ বিল নিয়ে ভারতে বিক্ষোভ, বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ
ভারতে ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে বিক্ষোভ তীব্র হয়ে উঠেছে। এই বিতর্কিত বিলের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মুসলিম নাগরিক। ধর্মীয় সম্পত্তি নিয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে তারা কুশপুত্তলিকা পোড়িয়েছেন।
এছাড়া, মণিপুর রাজ্যে এক মুসলিম বিজেপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। ওই নেতা হলেন মণিপুরে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আসকার আলী। ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে একটি সূত্র জানায়।
এই ঘটনায় রাজ্য সরকার ওই এলাকায় আধা-সামরিক বাহিনীসহ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। খবর এনডিটিভির।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় আসকার আলীর বাড়িতে আগুন দেয় স্থানীয়রা। এর আগে, ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ মুসলিমরা। মণিপুরের থৈবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কে আয়োজিত সমাবেশে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন।
সমাজসেবক ও মুসলিম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব সাকির আহমেদ সমাবেশে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের মূলনীতির বিরোধী এবং এটি মুসলিম সম্প্রদায়ের কাছে একেবারেই অগ্রহণযোগ্য।
এছাড়া, ইম্ফল পূর্বের ক্ষত্রী আওয়াং লেইকাই, কাইরাং মুসলিম, কিয়ামগেই মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সোরা থেকেও প্রতিবাদের খবর পাওয়া গেছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta