স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
গাজায় চলমান যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে জরুরি আলোচনা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী সারা নেতানিয়াহু।
টাইমস অব ইসরায়েল জানায়, আগামী দুই দিন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। আলোচনায় মূলত গাজা পরিস্থিতি এবং সেখানকার ৫৯ জন বন্দির মুক্তির বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি নিয়েও আলোচনা হবে, যার আওতায় ইসরায়েলি পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু রবিবার হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করেন। সফরটি প্রাথমিকভাবে মঙ্গলবার পর্যন্ত নির্ধারিত থাকলেও, তা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াশিংটন পৌঁছার পর নেতানিয়াহু সরাসরি গাড়িবহর নিয়ে ব্লেয়ার হাউসে যান, যেখানে তার মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta