এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নেই, আমরা সফল হতে পারলাম না
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে, যেখানে ফিলিস্তিনের নাগরিকদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল পুনরায় গাজায় হামলা শুরু করে। সে সময় থেকে এখন পর্যন্ত প্রতিদিন গড়ে ১০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য খাতের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, এত বেশি মানুষ আহত হয়েছেন যে হাসপাতালগুলোতে জায়গা নেই। চিকিৎসা সরঞ্জামের অভাবও প্রকট হয়ে উঠেছে, ফলে সাধারণ মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী খান ইউনিস এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে, যেখানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইসরায়েলি বাহিনী ওই এলাকায় কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী শিবিরে হামলা করেছে, যার ফলে অনেকেই ধ্বংসস্তূপে আটকা পড়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে গাজার মানুষের জন্য শোকপ্রকাশ করেছেন দেশ-বিদেশের অনেকেই। ঢাকাই সিনেমার অভিনেতা সিয়াম আহমেদ রোববার তার ফ্রি প্যালেস্টাইন স্যুটের ছবি শেয়ার করে লিখেছেন, 'গাজার অস্তিত্ব কি মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটি বাঁচাতে?' তিনি আরও বলেন, 'ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব?'
তিনি আরও লেখেন, 'ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। যখন ‘জংলি’র গল্প লেখা হচ্ছিল তখন পাখির বদলে আমি বারবার ফিলিস্তিনি শিশুদের কল্পনা করতাম। আমরা কি তাদের জন্য একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারব না?'
সিয়াম আহমেদ শেষ দিকে হতাশা প্রকাশ করে লেখেন, 'বিশ্ব নেতৃবৃন্দ, ইসলামিক স্কলাররা, নোবেল পুরস্কার জয়ীরা, সাধারণ মানুষ, আমরা কি এর দায় থেকে মুক্তি পেতে পারব না?' তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, 'তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজার জন্য নয়, আমরা পারলাম না।'
চিত্রনায়িকা তমা মির্জাও গাজার ইসরায়েলি হামলার একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'এটা গোটা মুসলিম দেশের মুসলমানদের শাহাদত এর চিত্র!'
সিয়াম ও তমার মতো শোবিজের আরও অনেক তারকা এবং সাধারণ মানুষ ফেসবুকে গাজাবাসীর জন্য আওয়াজ তুলেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta