তারেক রহমান আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে।
রবিবার সকালে এক শোকবার্তায় তারেক রহমান জানান, এসইউএফ মুকরেমা রেজার মৃত্যুতে আমি তার শোকাহত পরিবারের মতোই গভীরভাবে শোকাহত। তিনি একজন স্নেহময়ী মা ছিলেন, যিনি মমতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তার সন্তানদের শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ ও দানশীল, যার কারণে এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত।
আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেন।
তারেক রহমান আরও বলেন, আমি এসইউএফ মুকরেমা রেজার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এর আগে শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকরেমা রেজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
প্রকাশিত: | By Symul Kabir Pranta