কুড়িগ্রামে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মার্চ ভয়াল কালোরাতে সংঘটিত গণহত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, জেলা তথ্য অফিসার শাজাহান আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক আব্দুল আজিজ নাহিদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধারা।
আলোচনা সভার শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta