বোরহানউদ্দিনে প্রেমের কারণে বিয়ে, শিকলবন্দি নারী
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রেমের কারণে বিয়ে করার পর এক অসহায় নারীকে শিকলবন্দি করে রাখার ঘটনা ঘটেছে। ৫নং ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এই ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানায়, ওই নারী প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। গত কিছু দিন ধরে তার পায়ে শিকল বেঁধে তাকে ঘরের মধ্যে আটকে রেখে তার পরিবার অমানবিক নির্যাতন চালাচ্ছিল। এলাকাবাসী এ ঘটনার প্রতি সমালোচনাপূর্ণ মনোভাব প্রকাশ করলে সাংবাদিকদের কাছে খবর পৌঁছায়।
মঙ্গলবার বিকালে সাংবাদিকদের একটি দল ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করলে, শিক্ষক পরিচয় দেওয়া যুবক ওহিজউদ্দিন আফিফ তাদের বাধা প্রদান করে।
তথ্য সংগ্রহে বাধা দেওয়া যুবকটি মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পরিচয় দেয়। স্থানীয়রা জানায়, ওই যুবক শিকলবন্দি নারীকে নির্যাতন করেছে।
শিকলবন্দি নারীর কাছ থেকে জানতে চাওয়ার পর, ওই যুবক তাকে হত্যার হুমকি দেওয়ায় তিনি কোনো কথা বলতে রাজি হননি।
এদিকে, স্থানীয়রা জানান, ওই যুবক সম্পর্কে একাধিক অভিযোগ রয়েছে, বিশেষ করে স্কুলে ঠিক সময়ে উপস্থিত না হওয়া এবং অন্যান্য অনিয়মের বিষয়ে।
সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগে সাংবাদিক আলহাজ্ব ইউসুফ হোসেন (অনিক) বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অনিক বর্তমানে বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি মো. ফয়সাল আহম্মেদ সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা ও হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।
বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাবও একইভাবে তীব্র নিন্দা প্রকাশ করে এবং অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানায়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. ছিদ্দিকুর রহমান জানান, তারা লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta