মঙ্গলবার, ১৮রা মার্চ ২০২৫

তুলসী গ্যাবার্ড

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
তুলসী গ্যাবার্ড

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডে দেওয়া সাক্ষাৎকারে দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামি সন্ত্রাসবাদকে পরাস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাৎকারে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড জানান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি দীর্ঘকাল ধরে নির্যাতন, হত্যাকাণ্ড এবং নিপীড়ন মার্কিন সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে, কিন্তু এটি এখনও আমাদের উদ্বেগের মূল বিষয় হিসেবে রয়ে গেছে। তিনি বাংলাদেশে ইসলামি চরমপন্থা এবং সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান সম্পর্কে কথা বলেন।

সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড ‘ইসলামি খিলাফত’-এর আদর্শের কথা উল্লেখ করে বলেন, বিশ্বজুড়ে চরমপন্থি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইসলামি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। ইসলামি সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী একই আদর্শে একত্রিত হয়ে কাজ করছে। তিনি আরও বলেন, এটা অন্য ধর্মের অনুসারীদের জন্যও বিপজ্জনক, বিশেষত যারা তাদের নিজের ধর্মের বাইরে বিশ্বাস করেন। তারা এই আদর্শ বাস্তবায়ন করতে চায় সন্ত্রাস এবং সহিংসতার মাধ্যমে। গ্যাবার্ড আরও জানান, ডোনাল্ড ট্রাম্প এই আদর্শগুলোর বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ এবং সেগুলো চিহ্নিত করে পরাস্ত করতে প্রস্তুত। তিনি এগুলোকে ‘মৌলবাদী ইসলামি সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেন। মার্কিন গোয়েন্দাপ্রধান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামি সন্ত্রাসবাদের পেছনে যেসব আদর্শ কাজ করছে, সেগুলো চিহ্নিত করতে এবং তাদের সন্ত্রাসী কার্যক্রম পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

2025-03-03 15:45:05
তুলসী গ্যাবার্ড

 

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 ক্রিকেটার হয়ে মালয়েশিয়ায় প্রবেশের image

ক্রিকেটার হয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি

 দলবদ্ধ হয়ে বিএনপি নেতা মুরাদকে image

দলবদ্ধ হয়ে বিএনপি নেতা মুরাদকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল কর্মীরা

 কলকাতার সেন্টমার্টিন পরিবহনের image

কলকাতার সেন্টমার্টিন পরিবহনের কাউন্টার এখন পরিণত হয়েছে কাপড়ের

 সড়কের পাশে পড়ে ছিল ১১ মামলার image

সড়কের পাশে পড়ে ছিল ১১ মামলার আসামির মৃতদেহ

 চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ image

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন

 প্রেম, ভালোবাসা, বিয়ে; এরপর ৮ দিন image

প্রেম, ভালোবাসা, বিয়ে; এরপর ৮ দিন পায়ে শিকল দিয়ে

 শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ image

শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দের আদেশ

 ভ্যাট হার একক অংকে নির্ধারণের image

ভ্যাট হার একক অংকে নির্ধারণের প্রস্তাব ঢাকা চেম্বারের

 ডাসারে মানবপাচার মামলায় ইউপি image

ডাসারে মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান আটক

 ৩৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল image

৩৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে

 বিএফআইডিসির রাবার বাগানের ৩৮ হাজার image

বিএফআইডিসির রাবার বাগানের ৩৮ হাজার একর জমির লিজ পুনর্নবীকরণ

 ঋণ নিয়ে মায়ের চিকিৎসা, তবুও সফল image

ঋণ নিয়ে মায়ের চিকিৎসা, তবুও সফল হয়নি, শেষে আত্মহত্যা