ডাসারে মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান আটক
বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনা করার জন্য ৩৪ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নতুনভাবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করেছে।
রাষ্ট্রপতির নির্দেশনায় ভারপ্রাপ্ত সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নম্বর ৬ অব ১৯৭২)-এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, যা পুনরাদেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে যে, ১২ আগস্টের মধ্যে অ্যাটর্নি জেনারেল এবং তার অফিসের দায়িত্বে থাকা সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ বাতিল করা হয় এবং ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই দিনে আরেকটি প্রজ্ঞাপনে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta