প্রেম, ভালোবাসা, বিয়ে; এরপর ৮ দিন পায়ে শিকল দিয়ে
১৫ বছরের একটি কিশোরী প্রেমের টানে ৭ বার পাড়ি দিয়েছে প্রেমিকের সঙ্গে, হলফ নামা দিয়ে বিয়ে করেছে, ঢাকায় আড়াই মাস সংসার করেছে, তারপর আনুষ্ঠানিকভাবে বিয়ে মেনে নিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এসে মা ও তার পরিবার শিকল দিয়ে আটকে রেখেছে।
এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে, ছেলে ঢাকায় চাকরি করছে এবং তার পরিবার বিয়েটি মেনে নিয়ে বউ মাকে আনতে চাচ্ছে। তবে দুই পরিবারের মধ্যে বনিবনা না হওয়ায় পুনরায় আনুষ্ঠানিকভাবে বিয়ে ও সামাজিকতার বিষয় নিয়ে আলোচনা শুরু হয় এবং কাবিনের পরিমাণ নিয়ে কথা কাটাকাটি, যা শেষে হাতাহাতিতে রূপ নেয়। এর মধ্যে থানায় অভিযোগ এবং আদালতে অপহরণ মামলা করা হয়েছে, কিন্তু ১৫ বছরের কিশোরী জান্নাতি তার স্বামীর কাছে শ্বশুরবাড়িতে যেতে চাইলেও তাকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে ৮ দিন ধরে।
ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহরন গ্রামে। ওই কিশোরী তার মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকেন, আর তার প্রেমিক আশিক বিশ্বাস একই এলাকার কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামের।
মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে কিশোরী জান্নাতির সঙ্গে কথা বললে তিনি বলেন, "আমি আমার স্বামী আশিকের সঙ্গে থাকতে চাই, আমি আমার শ্বশুরবাড়িতে যেতে চাই, কিন্তু আমার মা আমাকে শিকল দিয়ে বেধে রেখেছে। আমি শান্তিপূর্ণভাবে আমার স্বামী আশিকের সঙ্গে থাকতে চাই, আমরা ঢাকায় ছিলাম, এখন আমাকে এনে এমন করা হচ্ছে।"
এ বিষয়ে কিশোরীর মা রাবেয়া খাতুন বলেন, "আমি নিজেই মেয়েকে শিকল দিয়ে বেধে রেখেছি, কারণ সে সবসময় চলে যায়। যদি সামাজিকভাবে বিয়ে হয়, তাহলে আমি তাকে সেখানে যেতে দেব। এখন বিষয়টা স্থানীয় সম্মানিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করব।"
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ছেলে এবং মেয়ে বারবার চলে গিয়েছে এবং ঢাকায় গিয়ে সংসার করেছে, এখন মেয়ের পরিবার তাকে আটকে রেখেছে। তবে উভয় পরিবার যদি সামাজিক মর্যাদার কথা চিন্তা করে একত্রে বসে বিষয়টি মীমাংসা করতে পারত, কিন্তু তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আমরা এলাকাবাসী সবাই বিব্রত।
আশিক বিশ্বাসের পিতা আয়নাল বিশ্বাস বলেন, "আমার ছেলে ভুল করলেও বিয়ে করেছে, আমরা তা মেনে নিয়েছি। তারা ঢাকায় ছিল, পরে মেয়ের মা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ছেলেকে জামাই আদর করে খাওয়ালেন। এখন আমার ছেলের বউকে আটকে রাখা হয়েছে, আমরা চাই তারা সংসার করুক।"
প্রেমিক আশিক বিশ্বাস বলেন, "আমার পরিবার বিষয়টি মেনে নিয়েছে এবং এখন আমি যা বলব, সেই অনুযায়ী সংসার করতে রাজি। আমরা ভালোবেসে বিয়ে করেছি, একসঙ্গে থাকতে চাই। শাশুড়ি ও নানার কারণে ঝামেলা শুরু হয়েছে এবং তারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু আমরা একসাথে থাকতে চাই।"
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta