দলবদ্ধ হয়ে বিএনপি নেতা মুরাদকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল কর্মীরা
পাংশা উপজেলা ছাত্র দল নামক একটি ফেসবুক পেজে মুরাদ বিশ্বাসের ছবি পোস্ট করে বলা হয়, "আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশ দিয়ে পাংশা উপজেলা বিএনপি নেতা মুরাদ বিশ্বাসকে গ্রেফতার করা যাবে না। মুরাদ ভাইয়ের কিছু হলে প্রতিটি ঘরে ঘরে আগুন জ্বলবে, সাবধান হয়ে যান। আপনারা পুলিশ দিয়ে বিএনপি নেতাকে হয়রানি করতে পারেন, কিন্তু মুরাদ ভাইয়ের কোনো ক্ষতি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে!"
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের কাছ থেকে বিএনপির পাট্টা ইউনিয়ন সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম মুরাদ বিশ্বাসকে তার কর্মীরা ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পাংশা থানা এলাকার পাট্টা ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের কাছাকাছি। জানা গেছে, মুরাদ বিশ্বাস সম্প্রতি ওই এলাকায় ঘটে যাওয়া একটি পাংশা মডেল থানার মামলার ১ নম্বর আসামি ছিলেন।
স্থানীয়রা জানান, পুলিশ মুরাদ বিশ্বাসকে গ্রেফতার করতে গেলে নেতাকর্মীরা পুলিশের উপর আক্রমণ করে। পরে অনেক লোক এসে মুরাদ বিশ্বাসকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এবং পুলিশবিষয়ক প্রশ্ন উঠেছে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, “আমরা চোখের সামনে পুলিশের অসহায়ত্ব দেখেছি। শতাধিক লোক জমায়েত হয়েছিল, সবাই ঘটনাটি দেখেছে। চার-পাঁচজন পুলিশ ছিল, তারা ইট পাটকেল খেয়েছে এবং ছিনতাইকারীদের মধ্যে অনেকেই লাঠিসোঁটা নিয়ে ছিল।”
পাংশা মডেল থানার সেকেন্ড অফিসার শফিউদ্দিন বলেন, “কি বলব, কিছু বলার নেই। আমরা কাজ করছি, তখন কিছু লোক এসে ঘটনার মাঝে তাকে নিয়ে চলে যায়।”
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta