শাহীন চাকলাদারের ৩৪১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন
যশোর-৬ আসনের সাবেক এমপি শাহীন চাকলাদার এবং তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে ৫৩ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ এবং ৩৪১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক মামলা করেছে। গতকাল দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, শাহীন চাকলাদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সংগৃহীত। তার ২৯টি ব্যাংক হিসাব থেকে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। ফারহানা জাহান মালার বিরুদ্ধে ১১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে, যা তার স্বামীর অবৈধ সম্পদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। শাহীন চাকলাদার যশোর-৬ আসনের এমপি ছিলেন এবং ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক।
প্রকাশিত: | By Symul Kabir Pranta