সড়কের পাশে পড়ে ছিল ১১ মামলার আসামির মৃতদেহ
জামালপুরের মাদারগঞ্জে ১১ মামলার পলাতক আসামি মো. শাহীনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বালিজুড়ী থেকে সরিষাবাড়ি সড়কের বাজিতের পাড়া এলাকায় বক্করের বাড়ি ব্রিজ নামক স্থানে শাহীনের মরদেহটি পাওয়া যায়।
মো. শাহীনের বাড়ি জামালপুর পৌর শহরের নাছিরপুর গ্রামে। তিনি পিকআপ ভ্যান চালক ছিলেন। শাহীনের মরদেহ উদ্ধার হওয়ার আগে, গত রাত ৩টার দিকে পুলিশের হাতে গ্রেপ্তার হয় মো. জলিল, যিনি সাত মামলার আসামি। জলিল জামালপুর সদরের রনরামপুর গ্রামের বাসিন্দা।
মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, ‘গত রাতে মাদারগঞ্জে একটি পিকআপ ভ্যানে মো. শাহীন, জলিল এবং একজন অজ্ঞাত ব্যক্তি অপরাধের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জলিলকে আটক করা হয়, কিন্তু অন্য দুইজন পালিয়ে যায়। সকালে বাজিতের পাড়া এলাকায় রাস্তার পাশে শাহীনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে, এবং পিকআপ ভ্যানটি এক কিলোমিটার দূর থেকে পাওয়া যায়।’
মো. সাইদুর রহমান আরও বলেন, ‘এরা মূলত সংঘবদ্ধ চোর। শাহীনের বিরুদ্ধে জামালপুরের বিভিন্ন থানায় হত্যা, গরু চুরিসহ ১১টি মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে শাহীনের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সম্ভবত পড়ে গিয়ে মুখ থেতলে যেতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে। শাহীনের স্ত্রী থানায় এসে অভিযোগ করলে তা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta