চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা শাখা সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালিত হয়, যেখানে শিশু খাদ্য, কাপড় ও কসমেটিকস পণ্যের তদারকি করা হয়।
চুয়াডাঙ্গা জেলা শহরের বড় বাজার ও নিউ মার্কেটে অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে বিএইচবি এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, নিষিদ্ধ কসমেটিকস বিক্রির দায়ে মেসার্স সৌখিন স্টোর ও মেসার্স পায়েল কসমেটিকসকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় বিএইচবি এন্টারপ্রাইজকে মানসম্পন্ন শিশু খাদ্য বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, অনুমোদনহীন কসমেটিকস বিক্রি থেকে বিরত থাকা, অবৈধ মজুদ না রাখার, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এতে সহযোগিতা করেন ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta