ঢাকা উত্তর বিএনপির ৭ নেতা বাদ দেওয়া হয়েছে
পোকেমন গো গেম অধিগ্রহণের জন্য এর নির্মাতা প্রতিষ্ঠান নিয়ান্টিক-এর গেমিং শাখাকে ৩৫০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। এই গেমটিতে ব্যবহারকারীদের বাস্তব জগতে ঘুরে বেড়িয়ে ভার্চুয়াল প্রাণী সংগ্রহ করতে হয়, যা অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
প্রায় এক দশক আগে চালু হওয়ার পরও ‘পোকেমন গো’ মোবাইল গেমিং জগতে অন্যতম শীর্ষ আয়ের গেম হিসেবে রয়েছে, যেখানে প্রতি মাসে প্রায় তিন কোটি সক্রিয় ব্যবহারকারী খেলছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরব গেমিং শিল্পে বড় বিনিয়োগ করছে এবং এই চুক্তিটি তারই সর্বশেষ সংযোজন, যেখানে ইতোমধ্যেই দেশটি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে।
নিয়ান্টিক-এর অন্যান্য গেমও সৌদি আরবের লক্ষ্যবস্তুতে রয়েছে, যার মধ্যে রয়েছে ‘মনস্টার হান্টার নাও’ ও ‘পিকমিন ব্লুম’। এসব গেম ‘স্কোপলি ইনকর্পোরেটেড’-এর অন্তর্ভুক্ত হবে, যেটি ২০২৩ সালে পিআইএফ-এর সহযোগী প্রতিষ্ঠান ‘স্যাভি গেমস গ্রুপ’ ৪৯০ কোটি ডলারে অধিগ্রহণ করেছিল।
স্কোপলি মোবাইল গেমিং বাজারের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান, যার সফলতম গেমগুলোর মধ্যে ‘মনোপলি গো’ অন্যতম। এই গেমটি ৫ কোটিরও বেশি বার ডাউনলোড হয়েছে এবং ৩০০ কোটির বেশি রাজস্ব অর্জন করেছে। পোকেমন ব্র্যান্ডটি নিনটেন্ডো, গেম ফ্রিক ও ক্রিয়েচার্স-এর যৌথ মালিকানাধীন, যারা নিয়ান্টিককে গেমটি তৈরির জন্য লাইসেন্স দিয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
প্রকাশিত: | By Symul Kabir Pranta