শক্তিশালী ব্যাটারি এবং জাইস ক্যামেরাযুক্ত ভিভো ভি৫০ ফাইভজি
প্রফেশনাল ফটোগ্রাফি, স্ট্রিমিং এবং গেমিং এর মতো সুবিধা সহ শক্তিশালী ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইনের ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনের ফার্স্ট সেল শুরু হয়েছে। এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি, এবং নিশ্চিত উপহারসহ পাচ্ছেন মোবাইল ইন্স্যুরেন্সও।
ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনের ৬০০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি অন্যান্য ফোনের তুলনায় ব্যাটারি পারফরম্যান্সে বিশেষ। সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি ব্যবহারে এর ব্যাটারি শক্তিশালী হলেও ফোনটি আকর্ষণীয়ভাবে স্লিম ও স্টাইলিশ। দ্রুত চার্জিং সুবিধায় ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি দ্বারা ১০ মিনিটেই ৬ ঘণ্টা ফোনকল বা ২১ ঘণ্টা ইউটিউব প্লে-ব্যাক সম্ভব।
এছাড়া, ব্লু ভোল্ট ব্যাটারি সিস্টেম এবং এআই স্লিপ মোডের কারণে একটি ফুল চার্জে পুরোদিন ব্যবহার করা সম্ভব। অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে এটি ব্যাটারি সাশ্রয় করে। ভিভোর প্রযুক্তি ও ব্যাটারি হেলথ অ্যালগরিদম ৪ বছর পর্যন্ত ব্যাটারির টেকসই পারফরম্যান্স নিশ্চিত করে।
জাইসের সাথে যৌথ গবেষণার মাধ্যমে উন্নত ক্যামেরা প্রযুক্তি যুক্ত হয়েছে এই ফোনে। এতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১/১.৫৫" সুপার-সেন্সিটিভ সেন্সর রয়েছে। ২৩ মি.মি., ৩৫ মি.মি., ৫০ মি.মি. ফোকাল লেন্থের মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচারের মাধ্যমে প্রিমিয়াম লুক আসে। সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেল স্ট্যাবিলাইজেশন, এআই পোর্ট্রেট, ফোর কে ভিডিও রেকর্ডিংসহ আরও অনেক ফিচার রয়েছে।
প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন® ৭ জেন ৩ ব্যবহৃত হয়েছে যা আগের চেয়ে দ্রুত এবং শক্তিশালী। ফানটাচ ওএস ১৫ এর মাধ্যমে পারফরম্যান্স ৬০ মাস পর্যন্ত দ্রুততর হয়। ফলে গেমিং, মাল্টিটাস্কিং বা ছবি-ভিডিও এডিটিং সবই হবে দ্রুত এবং নিরবচ্ছিন্ন।
আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্স ফিচারের মাধ্যমে ফোনটি পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত থাকে। স্মার্ট ফিচারের মধ্যে গুগল জেমিনি এআই, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ, লাইভ টেক্সট এবং আলট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন ব্যবহারের সময় আরামদায়ক অনুভূতি প্রদান করে।
স্ট্যারি ব্লু এবং স্যাটিন ব্ল্যাক, এই দুই প্রিমিয়াম রঙে আসছে ফোনটি, যেখানে স্ট্যারি ব্লু সংস্করণে হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহৃত হয়েছে।
১৬ মার্চ থেকে শুরু হওয়া ফার্স্ট সেলের অফারে, ভিভো ভি৫০ ফাইভজি কিনলে গিফট হিসেবে ভিভো দিচ্ছে রিরো ডব্লিউ১ প্রো (মূল্য ৪,৭৯৯ টাকা) ও পোস্ট কার্ড, এবং ১ বছরের জন্য মোবাইল ইন্স্যুরেন্স (মূল্য ১,৯৯৯ টাকা)। ফোনটি ৬২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ভিভোর অফিসিয়াল ই-স্টোর বা অথরাইজড শপে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta