হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এ আর রহমান
হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতের অস্কার বিজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। রবিবার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসকদের একটি দল শিল্পীর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেছে, তবে তার শারীরিক অবস্থার বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি হাসপাতালে এ আর রহমানের এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘাড়ে ব্যথা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান এবং এরপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta