বিচার দাবি করছে, তারাই কাজের বদলে শোয়ার শর্ত দিয়েছে: অভিনেত্রী স্বাগতা
দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু আছিয়ার মৃত্যুর পর, ধর্ষকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র হয়ে উঠেছে।
সাধারণ জনগণের মতো শোবিজ অঙ্গনের তারকারাও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এমনই উদ্বেগের কথাগুলো শোনা গেল অভিনেত্রী জিনাত শানু স্বাগতার মুখে। অভিনেত্রী জানিয়েছেন, তার পরিচিত অনেকেই ধর্ষণের শাস্তি চাইছেন, যারা নিজে তাকে কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।
শুক্রবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে অনেক পুরুষকে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখছি, কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে কাজের বদলে শোয়ার প্রস্তাব দিয়েছে। রাজি না হওয়ার কারণে তারা আমার কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। তাহলে, তাদেরও কি ধর্ষক বলা যাবে না?’
স্বাগতার স্ট্যাটাসে একজন মন্তব্য করেছেন, ‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর করেনি। তোমার যেমন ‘না’ বলার অধিকার আছে, তাদেরও কাজ না নেওয়ার অধিকার আছে।’
এমন মন্তব্যের জবাবে স্বাগতা লিখেছেন, ‘এটা তো সিন্ডিকেট করে কাজ বন্ধ করার মতোই। যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিকালি ধর্ষণ, যদি কাজ করতে হয়, তবে রাজি হতেই হবে...’
তবে অভিনেত্রী সেই সব ব্যক্তিদের নাম প্রকাশ করেননি, যারা তাকে কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিল।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta