কুমিল্লায় সাবেক এলজিআরডি মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে নারীকে গণধর্ষণ: ৫ গ্রেফতার
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তার স্ত্রী আরজুদা করিমকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) অভিযোগ সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ সিদ্ধান্ত দেন।
দুর্নীতির অভিযোগ থাকার কারণে এক মাস আগে আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এবার, চিকিৎসা ও ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম এবং তাদের মেয়ে জেরীন করিম। শুনানির পর আদালত তাদের বিদেশ যাওয়ার অনুমতি প্রদান করেন।
গত ১৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে, ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছিল, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে এবং প্রাথমিক তথ্য প্রমাণে অভিযোগের সত্যতা পাওয়া যেতে পারে।
বিডি প্রতিদিন/কেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta