বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম জাহিদুল ওরফে কালা (৪০), তিনি বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রামের বাসিন্দা।
সোমবার এসআই দেওয়ান শামিম খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে যৌথ বাহিনী রায়পুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদুলকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার বাড়ির সামনে মাটির নিচে লুকিয়ে রাখা দুটি স্থানে কাগজে মোড়ানো মোট ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে সোমবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta