সেখ জুয়েল বর্তমানে বিধান মল্লিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন, যিনি আগে সেখ জুয়েল নামে পরিচিত ছিলেন, এখন ভারতীয় আধার কার্ডে 'বিধান মল্লিক' হিসেবে পরিচিত। তার বাবার নাম শেখ আবু নাছের হলেও নতুন পরিচয়ে তিনি 'মুদিন্দ্রনাথ মল্লিক' হয়েছেন। তিনি ভারতে এক স্থান থেকে অন্য স্থানে অবাধে চলাচল করছেন। শেখ পরিবারের একজন সদস্য হিসেবে তার এই পদক্ষেপে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেশ অবাক হয়েছেন। দেশের সচেতন মহলও আশ্চর্য হয়ে মন্তব্য করেছে যে, শেখ পরিবারের একজন প্রভাবশালী সদস্যের এমন কাজ মোটেই গ্রহণযোগ্য নয়। তবে সেখ জুয়েল একমাত্র ব্যক্তি নন, অনেক সদস্যই ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। সেখ জুয়েলের ভারতীয় আধার কার্ডের একটি কপি ইতোমধ্যে বাংলাদেশ প্রতিদিনে পৌঁছেছে। ২০১৮ সালে সেখ সালাহউদ্দিন প্রথম খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন। কাগজপত্রে সেখ সালাহউদ্দিন হলেও তিনি সেখ জুয়েল নামে বেশি পরিচিত। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর, সেখ জুয়েল ও শেখ পরিবারের অনেক সদস্য ভারতে আশ্রয় নেন। তার আগে তারা বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ছিলেন। পরবর্তীতে তারা সময়মতো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।
অনেক সূত্রের দাবি, সেখ জুয়েলের মতো শেখ পরিবারের অন্য সদস্যরা ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বিশেষ প্রক্রিয়ায়। তাদের আধার কার্ডে নাম বদলানোর পাশাপাশি, বাবা-মায়ের নামও পাল্টানো হয়েছে। ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করছেন স্বাধীনভাবে। কিছু সদস্যকে ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে সক্ষম। সেখ জুয়েল বেশি সময় কাটাচ্ছেন কলকাতায়। তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও কলকাতায় অবস্থান করছেন। সেখ জুয়েলের আধার কার্ডে নাম সেখ সালাহউদ্দিন জুয়েল বদলে হয়ে গেছে 'বিধান মল্লিক'। তার বাবার নামও পরিবর্তন হয়ে মুদিন্দ্রনাথ মল্লিক হয়েছে। জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫৯, আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬, ঠিকানা শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬। অন্যদিকে, সেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রে নাম সেখ সালাহউদ্দিন, বাবার নাম সেখ আবু নাছের, মায়ের নাম রাজিয়া খাতুন, জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৭, পরিচয়পত্র নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩, ঠিকানা সোনাডাঙ্গা, খুলনা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta