রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল
দেশের নিত্যপণ্যের বাজারে অনেকদিন ধরেই একটি সাধারণ প্রবণতা দেখা যায়, তা হলো একবার দাম বাড়লে সাধারণত তা আর কমে না। তবে এবারের রমজান পরিস্থিতি তার বিপরীত। প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম এবারের রমজানে গত বছরের তুলনায় কম। পিঁয়াজ, আলু, সবজির দাম গত বছরের তুলনায় অনেক কম। শসা, ধনেপাতা, টম্যাটো, বরবটি, পেঁপে, চিনি, মুরগি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম কমে যাওয়ায় জনগণ কিছুটা স্বস্তি পাচ্ছে।
গত রমজানে পাকা টম্যাটো ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটির দাম ১৪০ টাকা থেকে কমে ৮০-১০০ টাকা হয়েছে। দেশি পিঁয়াজ ১২০ টাকা থেকে কমে ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দামও ৪০ টাকার জায়গায় ২০-২৫ টাকায় দাঁড়িয়েছে। ব্রয়লার মুরগি, চিনি সহ বিভিন্ন পণ্যের দাম কমে গেছে।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রসুন, আদা, মরিচ, পেঁপে সহ অন্যান্য পণ্যের দামও গত বছরের তুলনায় কমেছে। তবে কিছু পণ্যের দাম বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০-১৬৫ টাকার জায়গায় ১৭৫-১৭৮ টাকায় উঠেছে। চালের দামও কিছুটা বেড়েছে। চিকন চাল ৭০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে, গত বছর তা ছিল ৬২-৭৫ টাকায়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta