কালুখালীতে ইমাম কমিটির আয়োজনে সভা
রাজবাড়ীর কালুখালীতে উপজেলা ইমাম কমিটির উদ্যোগে পবিত্র রমজান নিয়ে একটি আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
এই সভার আয়োজন করা হয় কালুখালী উপজেলা ইমাম কমিটির পক্ষ থেকে, এবং শনিবার সকাল ১০টায় কালুখালী বাজার জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাংশা শাহ জুঁই কামিল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবু মুসা আশয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃচত্রা ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, জেলা ইমাম কমিটির সাবেক সভাপতি হযরত মাওলানা আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, সমাজ সেবক আ. গফুর, হোগলাডাঙ্গী কামিল মাদরাসার প্রধান মুফাচ্ছের মাওলানা আব্দুর রব, সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা ইমাম কমিটির সহ-সভাপতি মাওলানা ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফিরোজ হোসেন, রতনদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা আবুল হুসাইন, বোয়ালিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাওরাইল ইউনিয়ন সভাপতি মাওলানা নওয়াবুল ইসলাম, কালিকাপুর ইউনিয়ন সভাপতি কারী ইউনুস এবং ইমাম মাওলানা কুতুবউদ্দিনসহ আরও অন্যান্য ইমামগণ।
আলোচনা শেষে উপস্থিত সবাইকে ইফতার বিতরণ করা হয়।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta