সাহসী সাংবাদিকতায় অটল
সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে দেড় দশক পেরিয়ে আজ ১৬ বছরে পা রাখল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন পত্রিকাটির অন্যতম পৃষ্ঠপোষক এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম। এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, উপ সম্পাদক কামাল মাহমুদ, উপ সম্পাদক শিমুল মাহমুদ, উপ সম্পাদক (মাল্টিমিডিয়া) রাজু আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক (মাল্টিমিডিয়া) রুহুল আমিন রাসেল, বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, সিটি এডিটর মির্জা মেহেদী তমাল, প্রধান প্রতিবেদক জুলকার নাইন রনো, চিফ ফটোগ্রাফার আবু তাহের খোকন, হেড অব সার্কুলেশন মো. বিল্লাল হোসেন মন্টু, হেড অব মার্কেটিং সালাহ উদ্দিন আহমেদ, অনলাইন ইনচার্জ শামছুল হক রাসেল, ফিচার এডিটর রণক ইকরাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের একান্ত সচিব মাসুদুর রহমান মান্না প্রমুখ।
আফরোজা বেগম বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ও কর্মীদের খোঁজখবর নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদেরকে শুভকামনা জানান। তিনি বলেন, সবাই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে বাংলাদেশ প্রতিদিনকে আরও এগিয়ে নিয়ে যাবেন। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। আপনারাও একই উদ্দেশ্যে কাজ করবেন। সাহসিকতার সাথে সত্য ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর কুড়িলে ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে-সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি)-তে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন ২০১০ সালের ১৫ মার্চ যাত্রা শুরু করে। টানা সাফল্য বজায় রেখে ১৬ বছরে পদার্পণের এই বিশেষ মুহূর্তে পত্রিকাটি তার পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে।
যাত্রা শুরু থেকেই বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করছে। সাদাকে সাদা, কালোকে কালো বলার কারণে পত্রিকাটি সবসময়ই শীর্ষে রয়েছে। জাতীয় সংসদে একাধিকবার বাংলাদেশ প্রতিদিনকে প্রচারসংখ্যার শীর্ষ দৈনিক হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রিন্টের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনও বিশ্বের বাংলা ভাষাভাষী পাঠকদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে। বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনও রয়েছে। বর্তমানে নতুন উদ্যমে যাত্রা করেছে বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া। সমসাময়িক ঘটনাবলি, বিনোদন, ক্রীড়া সহ নানা ক্ষেত্রে ভিডিও কনটেন্ট দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে মাল্টিমিডিয়া সেকশনে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta