হেফাজতকে প্রশ্ন না করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না: মামুনুল
হেফাজতে ইসলাম দেশে রাজনীতি না করলেও, দলটির অনুমতি ছাড়া দেশের কোনো রাজনীতি পরিচালিত হবে না এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুল হক। তিনি গতকাল রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় এক ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি মুহাম্মদ জুনায়েদ আল হাবিব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রমুখ। মামুনুল হক আরও বলেন, হেফাজতে ইসলামের জেলাগুলোর কমিটি গঠিত হলে, সারা দেশের কেন্দ্রীয় দায়িত্বশীলদের নিয়ে জাতীয় কনভেনশনের ঘোষণা আসবে। এর মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করবে। তিনি বলেন, 'আমার শেষ কথা, হেফাজতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করছে না। তবে, হেফাজতে ইসলামকে অনুমতি না নিয়ে দেশে কোনো রাজনীতি করা হবে না।' অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ২০১৩ সালের ৫ মে খুনি হাসিনা বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল। সেদিন আমি নিজেও জেলে ছিলাম এবং হাসিনা দুনিয়ার সবচেয়ে বর্বর হত্যাকাণ্ড ঘটায়। তবে ভাগ্যের পরিহাস, আল্লাহ জালিমের বিচার পৃথিবীতেই করেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta