ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু আজ
ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ নতুন কিছু নয়। প্রতি বছরই তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। তবে এবছর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় মহাসড়কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঢাকার প্রবেশপথগুলোতে এবছর তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আমিনবাজার, গুলিস্তান, যাত্রাবাড়ী, ধোলাইপাড় ও বাবুবাজার এলাকায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটতে পারে। শুধু ঢাকার ভেতরেই নয়, ঢাকা-রংপুর, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আরিচা মহাসড়কের ১৫৯টি স্থানে যানজটের শঙ্কা রয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে গত রবিবার সড়ক ও মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যানজট, সড়ক সংস্কার, চুরি-ছিনতাই প্রতিরোধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও টোল আদায়ে ইটিসি বুথ চালুর মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
ঢাকার প্রধান বাস টার্মিনাল ও স্ট্যান্ডে চুরি, ছিনতাই ও মলম পার্টির দৌরাত্ম্য নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন উপদেষ্টা গাবতলী, মহাখালী, গুলিস্তান, ফুলবাড়িয়া ও সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন। এর জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বিআরটিএ ও ডিএমপির প্রতিনিধিদের নিয়ে একটি চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির বিষয়টি নিয়ে আলোচনা হয়। ডাকাতির সবচেয়ে বেশি ঘটনা ঘটে ঢাকা-রংপুর, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-আরিচা ও ঢাকা-সিলেট মহাসড়কে। বিশেষ করে বিদেশ ফেরত যাত্রীদের বহনকারী গাড়িগুলো ডাকাতদের প্রধান লক্ষ্যবস্তু হয়। এছাড়া ঈদের সময় বাসের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠে আসে। এসব বিষয়ে সড়ক পরিবহন উপদেষ্টা জানান, হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ডাকাতপ্রবণ এলাকাগুলো নজরদারির আওতায় আনবে ও টহল বাড়ানো হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিভাগ সারা দেশে যানজটপ্রবণ ১৫৯টি স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কে রয়েছে সর্বাধিক ৫৪টি স্থান। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৪৯টি, ঢাকা-সিলেট মহাসড়কে ৪২টি, ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে ৮টি এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৬টি যানজটপ্রবণ এলাকা রয়েছে।
বিশেষ করে ঢাকা-রংপুর ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের আশঙ্কা করা হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কের অনেক স্থানে রাস্তার অবস্থা খারাপ রয়েছে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাজার বসার কারণে যানজট সৃষ্টি হয়।
বৈঠকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ৭০০ পুলিশ সদস্য কাজ করবেন। তবে দেশের ৩৮ থেকে ৩৯টি সড়কের অবস্থা খুবই খারাপ, যা দ্রুত মেরামত করা প্রয়োজন। কিছু কিছু স্থানে যানজটের আশঙ্কা রয়েছে, সেগুলো হাইওয়ে পুলিশ পর্যবেক্ষণে রাখবে।
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই লেনের সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। ঈদের আগে এটি মেরামত না করা হলে যান চলাচল প্রায় অচল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান জানিয়েছেন, কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা পর্যন্ত সড়কের দুই পাশের সার্ভিস লেন ২৫ মার্চের মধ্যে শেষ করার জন্য চেষ্টা চলছে। এছাড়া যেসব স্থানে রাস্তার অবস্থা খারাপ, সেগুলোর মেরামত কাজও দ্রুত শেষ করা হবে। এলেঙ্গা-রংপুর ফোর লেন প্রকল্প ২০ মার্চের মধ্যেই চালু করার পরিকল্পনা রয়েছে। বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ১৫ রোজার মধ্যে সড়ক সংস্কার সম্পন্ন করার নির্দেশ দেন।
এছাড়া জাতীয় ও মহাসড়কগুলো ঈদের সাত দিন আগেই মেরামত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব সড়কের মধ্যে রয়েছে ঢাকা বাইপাস, নবীনগর-চন্দ্রা, ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা, ভাঙ্গা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সড়কগুলো।
বৈঠকে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু এলাকায় যানজটের শঙ্কা রয়েছে, তাই পুলিশকে তৎপর হতে বলা হয়েছে। সড়ক সংস্কার ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে যাত্রীকল্যাণ সমিতি কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছে। এছাড়া দেশে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে, যা ঈদের সময় আরও বৃদ্ধি পেতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করলে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।’
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ : আগামী ১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ধরে আজ থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ফিরতি যাত্রার টিকিট ২৪ মার্চ থেকে বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে ১০০% টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
► যানজট বাড়াবে তিনটি প্রধান এলাকা
প্রকাশিত: | By Symul Kabir Pranta