সরাইলে মাইক্রোবাস শ্রমিকদের আক্রমণে বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধি আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাস শ্রমিক ও মালিকদের সঙ্গে বাকবিতণ্ডার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্য আক্রমণের শিকার হয়েছেন।
রোববার (১৬ মার্চ) রাত ১০টার দিকে সরাইল-নাসিরনগর সড়কের উচালিয়াপাড়া এলাকায় মাইক্রোবাস স্ট্যান্ডে ঘটনাটি ঘটে। আহতরা হলেন মোহাম্মদ মোয়াজ্জেম, ইরফান খান এবং আলিফ মাহমুদ নাহিদ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় একটি মাইক্রোবাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মাইক্রোবাসটিকে পিছু করে উচালিয়াপাড়া স্ট্যান্ডে আটক করে। পরে ছাত্র প্রতিনিধিরা সেখানে এসে পুলিশকে খবর দেন। তারা পুলিশকে মাইক্রোবাসটি থানায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।
এ ঘটনায় মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ছাত্র প্রতিনিধিদের সাথে তর্ক শুরু করেন। একপর্যায়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে যায়, এতে আরও ক্ষিপ্ত হয়ে স্ট্যান্ডের সভাপতি হেলাল ও তার সহযোগীরা ছাত্রদের ওপর হামলা চালান।
হামলায় তিনজন আহত হন, যার মধ্যে ইরফান খানকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta