ধর্ষণকে নির্যাতন হিসেবে উল্লেখ করায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ
সম্প্রতি একটি অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন নিয়ে আলোচনার সময় ধর্ষণকে ব্যাপকভাবে নির্যাতন হিসেবে উল্লেখ করায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে ডিএমপি কমিশনার উল্লেখ করেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। যদি আমার বক্তব্যে কারও আঘাত লাগে, তবে আমি দুঃখিত।’
এর আগে শনিবার ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ অথবা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহারের জন্য গণমাধ্যমকে অনুরোধ করেছিলেন শেখ মো. সাজ্জাত আলী।
সূত্র : বাসস
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta