১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন স্তরের ১২৭ জন কর্মকর্তার সাথে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৭ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও অফিসে এ বৈঠক শুরু হয়। বৈঠকটির সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজেই।
এর আগে, রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার দেশের মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
তিনি জানান, প্রধান উপদেষ্টা পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বৈঠক করবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে, তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে দেশের সব জেলা পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, সকল ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিন ডিআইজি, এবং সব অতিরিক্ত আইজিপি ও আইজিপিরা উপস্থিত থাকার কথা রয়েছে।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta