এখন মেয়েদের নিরাপত্তা নিয়ে যা জানিয়েছেন আজহারী
বাংলাদেশসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শনিবার ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা জানান।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে রাজনাথ সিং বলেন, ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় এবং বাংলাদেশ তার অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কারণ (সাবেক প্রধানমন্ত্রী) অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা বন্ধু পরিবর্তন করতে পারি, কিন্তু প্রতিবেশী নয়। তাই, আমরা বাংলাদেশসহ সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।
পাকিস্তান শাসিত কাশ্মীর নিয়েও মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।
তিনি বলেন, পাকিস্তান শাসিত কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানিয়েছে, কারণ ইসলামাবাদ কাশ্মীর স্বেচ্ছায় ভারতের কাছে ফিরিয়ে দেবে না।
এদিকে, ৫ আগস্ট ভারত থেকে পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতন ঘটে। তারপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উত্তেজিত হয়ে উঠেছে। ভারতীয় মিডিয়াগুলোতে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর খবর প্রচার হতে থাকে এবং দুই দেশের সীমান্তে উত্তেজনা তৈরি হয়। তবে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মন্তব্য করেছেন যে, দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো বড় সমস্যা নেই এবং এসব কেবল ভুল বোঝাবুঝি।
এদিকে, বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, প্রগতিশীল বাংলাদেশ দেখতে চাই, যেখানে সব সমস্যা গণতান্ত্রিক উপায়ে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান হবে।
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta