যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়া নিয়ে কানাডার নতুন প্রধানমন্ত্রী বলেন ‘পাগলামি’
কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি। শপথগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ৫১তম অঙ্গরাজ্য হওয়া নিয়ে উত্থাপিত ধারণাকে ‘পাগলামি’ বলে উল্লেখ করেন তিনি।
কানাডার জাস্টিন ট্রুডো শাসনের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মার্ক কার্নি। স্থানীয় সময় শুক্রবার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেন কার্নি। অনুষ্ঠানে রাজা চার্লসের প্রতিনিধি সাইমনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর, কার্নি গভর্নর জেনারেলের সঙ্গে হাত মেলান এবং পরে ফটোসেশন করেন। এরপর প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা হিসেবে গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন তিনি। তার নতুন মন্ত্রিসভায় আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তঃসরকার সম্পর্ক মন্ত্রী হিসেবে ডমিনিক লেব্লাঙ্ক, অর্থমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন এবং পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রী হিসেবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড নিয়োগ পান।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্নি বলেন, তার প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বাণিজ্য যুদ্ধ’ মোকাবিলায় প্রস্তুত। তবে, বিভিন্ন কূটনৈতিক ইস্যুতে সমঝোতায় আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা ব্যক্ত করেছেন নতুন প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta