ভোটার তালিকা থেকে বাদ পড়ছে ১৬ লাখেরও বেশি মৃত ভোটার
জুলাই-আগস্ট অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহিদের পরিচয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম। বুধবার সন্ধ্যায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেছেন, “আপনারা কি জানেন, এই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহিদ কে? ৩ মাস বয়সী একটি শিশু! এক অসীম সাহসী মাতা ৩ মাসের গর্ভে সন্তান ধারণ করে নিয়মিত আন্দোলন চালিয়ে গেছেন। ৫ আগস্ট ছাত্রলীগের সন্ত্রাসীরা কোমরে লাঠি দিয়ে আঘাত করে। এই শহিদের মাতা আর কখনো মা হতে পারবেন না।”
তিনি আরও যোগ করেছেন, “বোন, আপনাকে আমরা কিভাবে মূল্যায়ন করবো? আপনিও তো কাছেই ছিলেন কিন্তু একবারও বলেননি- ভাইয়া, আমিও শহিদের মা! রাজশাহীর নয় গোটা দেশের সর্বকনিষ্ঠ শহিদ ‘শহিদ মুহাম্মদ’ (মা ভেবেছিলেন ছেলে হবে, তাই এই নামটি মনে মনে রেখেছিলেন)।”
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta