সারাদেশে অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার ১৩৩৯ জন
দেশব্যাপী অভিযান চালিয়ে পুলিশ এক হাজার ৩৩৯ জন অপরাধীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। এর মধ্যে ৭৯৯ জনকে মামলা ও গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী ধরা হয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইনামুল হক সাগর জানিয়েছেন, সারা দেশে চালানো অভিযানে এক হাজার ৩৩৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭৯৯ জনকে মামলা ও গ্রেফতারি পরোয়ানায় এবং বাকি ৫৪০ জনকে অন্যান্য অপরাধের অভিযোগে ধরা হয়েছে। এই অভিযানে বিদেশি ও দেশীয় পিস্তল, গুলি, ছোরা এবং অন্যান্য অবৈধ অস্ত্রসামগ্রী উদ্ধার করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta