‘মানবিক করিডোর’ বিষয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব
প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানিয়েছেন, ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আলোচনা এখনো হয়নি।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কক্সবাজার হয়ে জাতিসংঘের ‘মানবিক করিডোর’ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে আজ মঙ্গলবার বাসসকে তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, সরকার কোনোভাবেই জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে ‘মানবিক করিডোর’ নিয়ে আলোচনা করেনি।’
শফিকুল আলম আরও বলেন, ‘আমাদের অবস্থান হল, যদি জাতিসংঘ রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে চায়, তবে বাংলাদেশ তাদেরকে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত।’
তিনি জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্যে মারাত্মক মানবিক সংকট চলছে।
দুর্যোগকালীন সহায়তায় বাংলাদেশের উজ্জ্বল ইতিহাসের কথা উল্লেখ করে তিনি বলেন, এর সাম্প্রতিক উদাহরণ হলো ভূমিকম্প পরবর্তী সময়ে মিয়ানমারকে সহায়তা প্রদান।
প্রেস সচিব সতর্ক করে বলেন, ‘এছাড়া, আমরা উদ্বিগ্ন যে যদি এই সংকট দীর্ঘস্থায়ী হয়, তবে আরো মানুষ রাখাইন থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে, যা আমরা মোকাবিলা করতে পারব না।’
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে যে, জাতিসংঘের সমর্থিত মানবিক সহায়তা রাখাইনকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে সহায়তা করবে।
তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সহায়তা পাঠানোর একমাত্র বাস্তবসম্মত পথ বাংলাদেশ।
শফিকুল আলম বলেন, বাংলাদেশ এই রুট ব্যবহার করে সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে নীতিগতভাবে লজিস্টিক সহায়তা প্রদান করতে রাজি।
তিনি আরও বলেন, ‘তবে, রাখাইনে সহায়তা পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি এবং যথাসময়ে আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ করব।’
বিশ্বের বড় কোনো শক্তি এই করিডোরের সঙ্গে জড়িত রয়েছে বলে যে প্রতিবেদন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও প্রপাগান্ডা বলে তিনি দাবি করেন।
প্রেস সচিব বলেন, ‘কয়েক মাস ধরে বাংলাদেশকে নিয়ে একের পর এক বিদ্বেষমূলক বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা এখনো অব্যাহত আছে। এ ধরনের প্রচারণা তার ব্যতিক্রম নয়।’ সূত্র: বাসস
প্রকাশিত: | By Symul Kabir Pranta